আসবেন প্রধানমন্ত্রী, ঈদের ছুটি বাতিল দিল্লি বিশ্ববিদ্যালয়ে
ঈদের জাতীয় ছুটি হিসেবে স্বীকৃত। তা সত্ত্বেও এই দিনে খোলা থাকছে দিল্লি বিশ্ববিদ্যালয়। সমস্ত স্টাফ ও শিক্ষকদের আসতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে ২৯ জুন ঈদের দিনটিকে 'কার্যদিবস' হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে সবাইকে উপস্থিত হতে বলা হয়েছে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন
অধ্যাপক-সহ বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ কর্মী। শিক্ষকদের সংগঠন 'ডেমোক্র্যাটিক টিচার্স ফ্রন্ট'-এর পক্ষ থেকে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে মঙ্গলবার এক বিবৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি করা হয়েছে, অবিলম্বে এই “অতি সাম্প্রদায়িক' সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। যদিও দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে
'যুক্তি' দেখানো হয়েছে- ৩০ জুন বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন হবে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেজন্যই ২৯ জুন দিনটিকে কার্যদিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। যদিও বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার নাকি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, যাঁরা ঈদের দিন কাজে যোগ দিতে চান না, তাঁরা ছুটি নিতে
পারেন। যেসব কর্মী ২৯ জুন ঈদ উদযাপন করতে ইচ্ছুক তাঁদের অফিসে উপস্থিত হওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যদিও শিক্ষক সংগঠনটি কর্তৃপক্ষের এই যুক্তি মানতে নারাজ। এই প্রসঙ্গে ডেমোক্র্যাটিক টিচার্স ফ্রন্টের সম্পাদক আভা দেব হাবিব বলেন, 'আমরা শুধুমাত্র বিজ্ঞপ্তিটি দেখতে পেয়েছি। সেটিকে অত্যন্ত সাম্প্রদায়িক বলে আমাদের মনে হয়েছে।
আসবেন প্রধানমন্ত্রী, ঈদের ছুটি দিল্লি বিশ্ববিদ্যালয়ে
Reviewed by Lm News
on
জুন ২৯, ২০২৩
Rating: 5
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন