মহারাষ্ট্রে মর্মান্তিক বাস দুর্ঘটনা ঝলসে মৃত্যু ২৬ জন যাত্রীর
মহারাষ্ট্রে মর্মান্তিক বাস দুর্ঘটনা ঝলসে মৃত্যু ২৬ জন যাত্রীর
ঘটনায় শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মৃতদের পরিবার পিছু আর্থিক ক্ষতিপুরণ ঘোষণা করেছেন। পুলিশ জানিয়েছে, বুলধানা জেলার এক্সপ্রেসওয়ের একটি খুঁটিতে ধাক্কা খেয়ে বাসটি উল্টে যায় এবং আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় সব যাত্রীরাই ঘুমোচ্ছিলেন। ফলে কেউ বাস থেকে বের হতে
পারেননি। ঘটনায় বেঁচে যাওয়া বাসের চালক জানিয়েছেন, যে বাসটির টায়ার ফেটে খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়, তার পর সেটিতে মহারাষ্ট্রে মর্মান্তিক বাস দুর্ঘটনা ঝলসে মৃত্যু ২৬ জন যাত্রীর আগুন ধরে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফেরা এক যাত্রী জানান, ছত্রপতি শন্তাজী নগর স্টপেজে নামার কথা ছিল তাঁর। কিন্তু গন্তব্যে পৌঁছানোর ১ ঘণ্টা আগেই পোলে ধাক্কা লেগে বাসটি উলটে যায়। আমি এব
আমার বন্ধু নিচে পড়ে যাই। আমাদের সামনেই এক যাত্রীকে গাড়ির জানালার কাঁচ ভেঙে বের হতে দেখি। আমরা ওই ব্যক্তিকে অনুসরণ করে বাসের বাইরে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচাই। আমরা বাইরে বেরিয়ে আসতেই বাসটিতে আগুন লেগে যায়। আমরা ভিতরে থাকা মানুষদের চিৎকার শুনতে পাই, কিন্তু আমাদের কিছু করার ছিল না। পুলিশ সুপার (বুলধানা) সুনীল কাদসানি জানিয়েছেন, ঘটনায় ২৬ জন যাত্রীর মৃত্যু হয়েছে।
কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। চালককে হেফাজতে নেওয়া হয়েছে। দেহগুলিকে শনাক্ত করে পরিজনদের হাতে তুলে দেওয়ার কাজ চলছে |
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন