বন্দে ভারতের নির্মাণ ও রক্ষায় গুরুত্ব রাশিয়াকে
বন্দে ভারতের নির্মাণ ও রক্ষায় গুরুত্ব রাশিয়াকে
বন্দে ভারত ট্রেন তৈরি এবং তার রক্ষণাবেক্ষণের বরাত পেয়েছে ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি করা সংস্থা। সেই প্রকল্পে বেশি অংশীদারি থাকবে রাশিয়ার। ভারতের রেল বিকাশ নিগম লিমিটেড এবং রাশিয়ার সংস্থা মেট্রোওয়াগনমাসের যৌথ উদ্যোগে তৈরি করা
সংস্থাকে এই বরাত দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী, ৩০ হাজার কোটি টাকার প্রকল্পে ১২০টি বন্দে ভারত ট্রেন নির্মাণ এবং ৩৫ বছর সেগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে এই যৌথ সংস্থার হাতে। বিশদ আলোচনার পর যৌথভাবে তারা দরপত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়। বরাত পাওয়ার পর ফের একদফা আলোচনায় স্থির হয়, রাশিয়ার সংস্থাটির হাতেই বেশিরভাগ অংশীদারি থাকবে। গত ২৫ এপ্রিল রুশ সংস্থা
মেট্রোওয়াগনমাসকে চিঠি লেখে রেল বিকাশ নিগম লিমিটেড। রাশিয়ার সংস্থার হাতে থাকা ৬৯ শতাংশ অংশীদারি পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয় চিঠিতে। বলা হয়, রাশিয়ার সংস্থার হাতে থাকুক ২৬ শতাংশ, ৫ শতাংশ দেওয়া হোক আরেকটি ছোট অংশীদার লোকোমোটিভ ইলেকট্রনিক সিস্টেমের হাতে। যদিও সেই প্রস্তাবে রাজি হয়নি রাশিয়া। তাদের তরফে বলা হয়, দুই সংস্থাকেই চুক্তির শর্ত মেনে চলতে হবে।
পরে দুই দেশের সরকারের শীর্ষস্তরের আলোচনার পর জট কাটে বলে সূত্রের খবর। ফলে, মেট্রোওয়াগনমাসের হাতে থাকবে ৭০ শতাংশ, ২৫ শতাংশ থাকবে রেল বিকাশ নিগম লিমিটেড এবং বাকি ৫ শতাংশ অংশীদারি থাকবে লোকোমোটিভ ইলেকট্রনিক সিস্টেমের হাতে
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন