Header Ads

Breaking News

সবজি বাজারে টাস্ক ফোর্সের অভিযান

 সবজি বাজারে টাস্ক ফোর্সের অভিযান

সবজি বাজারে টাস্ক ফোর্সের অভিযান

এলএম নিউজ: শহর কলকাতায় রেকর্ড হারে বেড়েছে সবজির দাম। রোজকারের পাতে পড়া সবজিতে হাত দিতে গিয়েই ছেঁকা কাচ্ছেন আম জনতা। অবশেষে যৌথ অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা। মঙ্গলবার শিয়ালদহ কোলে মার্কেটে তল্লাশি শুরু করেন টাস্ক ফোর্সেরস দস্যরা। 

বাজারে ঘুরে ঘুরে সবজির দাম জানার পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তাঁরা। ১০ দিন আগে যে সবজি প্রতি কেজি ৩০ টাকায় পাওয়া গিয়েছে তা বর্তমানে ১০০ ছুইছুই। জুনের শুরুতে যা ২০০ থেকে ২৫০ টাকার আশেপাশে ঘোরাফেরা করেছে বর্তমানে তা ৩০০ ছাড়িয়ে গিয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিস, লঙ্কা, ক্যাপসিকাম, বরবটি, বেগুনের মতো সবজিগুলিও অগ্নিমূল্য হারে বিক্রি হচ্ছে। মানিকতলা বাজারে লঙ্কা বিকোচ্ছে কেজি প্রতি ৩০০ টাকায়।

 গড়িয়াহাট বাজারে লঙ্কার দাম আবার ৪০০ টাকা। পটল বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকা প্রতি কেজি। করলাও হাঁকিয়েছে সেঞ্চুরি। ঢ্যাঁড়শ সেখানে ৮০ থেকে ১০০ টাকার আশপাশে। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। জুনের শুরু থেকে বর্তমান সময়ের

 ব্যবধানে দাম বেড়েছে প্রায় তিনগুণ সবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এ ভাবে বাড়া সত্ত্বেও রাজ্য সরকার বা প্রশাসন কেন কোনও পদক্ষেপ করছে না, ইতিমধ্যেই সেই প্রশ্ন উঠতে শুরু করে। যদিও শেষ পর্যন্ত সক্রিয় হয়েছে রাজ্য সরকারের টাস্ক ফোর্স। তবে এই অভিযানে সবজির দাম কিছুটা নিয়ন্ত্রণে আসে কি না, সেটাই এখন দেখার।




কোন মন্তব্য নেই