Header Ads

Breaking News

সিবিআইয়ের হাতে গ্রেপ্তার ৩ রেলকর্মী

 সিবিআইয়ের হাতে গ্রেপ্তার ৩ রেলকর্মী

বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় রেলের ৩ কর্মীকে গ্রেপ্তার করল সিবিআই। গ্রেপ্তার করা হয়েছে রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার অরুণকুমার মোহান্ত, সেকশন ইঞ্জিনিয়ার মহম্মদ আমির খান এবং টেকনিশিয়ান পাপ্পু কুমারকে। ৩ জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন এবং

 প্রমাণ লোপাটের করমণ্ডল দুর্ঘটনা অভিযোগ এনেছে সিবিআই। ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ও ২০১ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ৩ জনকেই আটক করে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ৩ জনের বক্তব্যে একাধিক অসঙ্গতি থাকায় তাঁদের গ্রেপ্তার করা হয়। ২ জুন ওড়িশার

 বালেশ্বরে বাহানাগা বাজার স্টেশনের কাছে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির ওপর উঠে পড়ে আপ শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস। তখন ট্রেনটির গতিবেগ ছিল ঘণ্টায় ১২৮ কিমি। এর জেরে পাশের লাইন দিয়ে আসা ডাউন বেঙ্গালুরু- হাওড়া হামসফর এক্সপ্রেসও দুর্ঘটনার কবলে পড়ে। 

ভয়াবহ ওই দুর্ঘটনায় ২৯৩ জন যাত্রীর মৃত্যু হয়। আহত হন এক হাজারেরও বেশি যাত্রী। এখনও ভুবনেশ্বর এইমসে সহ বেওয়ারিশ মৃতদেহ পড়ে রয়েছে। ডিএনএ নমুনা পরীক্ষা করে দেহগুলি শনাক্তকরণের ব্যবস্থা করছে রেল কর্তৃপক্ষ। বাহানাগা দুর্ঘটনার ৩ দিনের মাথায় তদন্তের দায়িত্ব পায় সিবিআই। অন্তর্ঘাত ২৬ ষড়যন্ত্রের কারণেই এত বড় দুর্ঘটনা, এত প্রাণহানি – প্রথম থেকেই এই তত্ত্ব উঠে আসছিল। সিবিআই সূত্রের খবর, ধৃত ৩ জন জানতেন তাঁদের গাফিলতির জন্য দুর্ঘটনা ঘটতে পারে। 

সিবিআই তদন্তের পাশাপাশি এই দুর্ঘটনার তদন্ত করে রেল সুরক্ষা কমিশনার। সেই তদন্তে রেলের সিগনালিং ও টেলিকমিউনিকেশন বিভাগের কর্মীদের গাফিলতির বিষয়টি উঠে আসে। দুর্ঘটনার প্রায় এক মাস পর দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অর্চনা যোশিকে তাঁর পদ থেকে সরানো হয়।

কোন মন্তব্য নেই