রমযানের ১ম জুম্মায় ৮০ হাজার মুসল্লির নামায আল-আকসায়
রমযানের ১ম জুম্মা জু য় ৮০ হাজার মুসল্লির নামায আল-আকসায়
Lmnews100:জেরুসালেম, ১৬ মার্চ: ইসরাইলি
নিরাপত্তা বাহিনীর কঠোর বিধি-নিষেধ উপেক্ষা করেই পবিত্র আল-আকসা মসজিদে রমযান মাসের প্রথম জুম্মা জু র নামায হয়েছে। ১৫
মার্চ অনুষ্ঠিত জুম্মা জু র নামাযে ৮০ হাজারেরও বেশি মুসল্লি অংশ নেন। এ সময় আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মসজিদ
প্রাঙ্গণ। তবে অধিকৃত জেরুসালেমের বয়স্ক নারী-পুরুষ ও শিশুদেরই কেবল প্রবেশ করতে দেওয়া হয় মসজিদে। শুক্রবার রাতে আল- আকসা মসজিদে তারাবিহর নামায পড়েছেন ৯০ হাজারেরও বেশি মুসল্লি। মসজিদের প্রবেশপথে ইসরাইলি বাহিনীর বাধা উপেক্ষায়
করে তারা নামায আদায় করেন। অবশ্য ইসরাইলি বাহিনী অসংখ্য তরুণকে মসজিদে প্রবেশে বাধা দেয়। এর আগে গত সোমবার এক
বিবৃতিবৃ তে ইসরাইলি বাহিনী জানায়, রমযান মাসজুড়েজু পশ্চিম তীরের বাসিন্দারা অনুমতি ছাড়া জেরুসালেমে প্রবেশ করতে পারবে না।
কিন্তু ইসরাইলি হুমকির তোয়াক্কা না করেই মসজিদ
অভিমুখে চলেছেন হাজার হাজার মুসল্লি। পবিত্র রমযান মাসে এশার নামাযের পর আদায় করা হয় তারাবিহর নামায। জেরুসালেমের
ইসলামিক এনডাউমেন্টস বিভাগ জানিয়েছে, রমযানের ষষ্ঠ রাতে মুসল্লিরা নিষ্ঠার সহিত আল-আকসায় তারাবিহর নামাযে অংশ
নিয়েছিলেন। কয়েক মাসের মধ্যে আল-আকসা মসজিদে নামাযের সবচেয়ে বড় জামাত ছিল এটিই। উল্লেখ্য, আল-আকসা
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন